মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধদপ্তর (অফস সহকারী কাম কম্পিউটার অপারেটর) – ১২.০৫.২০২৩ (69 টি প্রশ্ন )
Web browser হলো এক ধরনের Application Software। এটি ডিভাইসের মধ্যে Install করে Internet থেকে কোন জিনিস খোঁজার জন্য ব্যবহার করা হয়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের Text, video, Web page এবং Content দেখা ও পড়া যায়। কয়েকটি Web browsing software হচ্ছে মজিলা ফায়ার ফক্স, গুগল ক্রোম, সাফারি।
- সুইচ ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়। নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে Cable এর ভিতর দিয়ে প্রবাহিত Signal বেশ দুর্বল হয়ে পড়ে। একারণে প্রবাহিত Singal-কে পুনরায় শক্তিশালী এবং আরো অধিক দূরত্বে অতিক্রম করার জন্য repeater ব্যবহার করা হয়।

অন্যদিকে,
- রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে Data packet পৌঁছে দেয়।
- হাব একটি ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কের আওতায় সকল ডিভাইসকে কানেক্ট করে।
- ব্রিজ OSI মডেলের ডেটালিংক লেয়ারে একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজ করে।
Bluetooth হলো তারবিহীন personal Area Network (PAN) যা ১০ থেকে ১০০ মিটারের দূরত্বে data_ আদান-প্রদানে ব্যবহৃত হয়। Bluetooth-এ Radio wave ব্যবহৃত হয়। এর স্ট্যান্ডার্ড হলো ৮০২.১৫। ১৯৯৪ সালে Jaap Haartsen এরিকসন কোম্পানিতে কর্মরত থাকাকালে Bluetooth আবিষ্কার করে।
কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে সেই কাজের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয়। কম্পিউটারকে দেওয়া এই তথ্যকে ইনপুট (Input) বলা হয়।

যে সকল যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে ইনপুট প্রদান করা হয়, সেগুলোকে ইনপুট ডিভাইস (Input Device) বলা হয়। কিছু সাধারণ ইনপুট ডিভাইস হলো:
- Keyboard
- Mouse
- Scanner
- OMR (Optical Mark Reader)
- OCR (Optical Character Recognition)
- MICR (Magnetic Ink Character Recognition)
- Microphone
- Light Pen

কম্পিউটার ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণ শেষে যে ফলাফল প্রদান করে, তাকে আউটপুট (Output) বলা হয়। আর যে যন্ত্রের সাহায্যে এই আউটপুট দেখানো বা শোনানো হয়, সেগুলোকে আউটপুট ডিভাইস (Output Device) বলা হয়।

কিছু সাধারণ আউটপুট ডিভাইস হলো:
- Monitor
- Printer
- Projector
- Speaker
হটস্পট এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, ট্যাবে ইন্টারনেট সংযোগে ব্যবহার করা হয়। ব্লুটুথ, ওয়াই-ফাই, ওয়াই-ম্যাক্স হলো জনপ্রিয় হটস্পট।
খুঁটিটি মাটি হতে x মিটার উঁচুতে ভেঙ্গে থাকলে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য (48 - x) মিটার
∴ sin 30° = x/(48-x)
বা, ½ = x/(48-x)
বা, 48 - x = 2x
বা, 3x = 48
∴ x = 16
log2 + log4 + log8 + log16 + ...... (মোট 10টি পদ)

প্রথমে লক্ষ্য করি,
log4 = log(2²), log8 = log(2³), log16 = log(2⁴) ... এইভাবে চলতে থাকবে।

অর্থাৎ,
log2 + log(2²) + log(2³) + log(2⁴) + .......... + log(2¹⁰)

=> log2 + 2·log2 + 3·log2 + 4·log2 + .......... + 10·log2

এখন log2 কে গুণক হিসেবে বাইরে আনি:

=> (1 + 2 + 3 + 4 + ...... + 10) × log2

আমরা জানি, ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার যোগফল:
(10 × 11) / 2 = 55

তাই,
=> 55 × log2
একটি সংখ্যা = ৫x হলে অপর সংখ্যা = ৮x
শর্তমতে, (৫x+২) : (৮x + ২) = ২ : ৩
বা,(৫x + ২)/(৮x+২)=২/৩
বা, ৩(৫x+২) = ২(৮x+২)
বা, ১৫x + ৬ = ১৬x + 4
∴x= ২
∴ নির্ণেয় সংখ্যাদ্বয় = (৫×২) ও (৮ × ২) = ১০, ১৬

মনেকরি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান

বাহুর দৈর্ঘ্য a একক, ভূমির দৈর্ঘ্য b একক হলে,সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/৪√(৪a2-b2)

= ১৬/৪√{৪×(১০)- (১৬)}

= ৪ × √(৪০০-২৫৬)

= ৪× √১৪৪

=৪ × ১২ = ৪৮ ব.মি.

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বর্তমানে পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স 4x

শর্তমতে, 10 (x – 6) = 4x – 6

বা, 6x = 54

বা, x = 9


পুত্রের বর্তমান বয়স 9 বছর ।

পিতার বর্তমান বয়স (9 × 4) = 36 বছর।


মনেকরি, রেখার দৈর্ঘ্য = a

: বর্গের ক্ষেত্রফল = a2

[যেহেতু রেখার উপর বর্গটি অবস্থিত]

আবার, রেখার চার ভাগের এক ভাগ = a/৪

.: এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল =(a/৪)2

=a2/16


.:১ম ক্ষেত্রফল/২য় ক্ষেত্রফল = a2/(a2/16)

=a2  × (১৬/a2)

=১৬

বা, ১ম ক্ষেত্রফল = ১৬ × ২য় ক্ষেত্রফল


দেওয়া আছে, x+y = 12 এবং x-y = 2

∴xy= {(x+y)/2)}2 - {(x-y)/2}2

=(12/2)2-(2/2)2

=62-12 

=36-1 = 35

 

মনেকরি, একটি সংখ্যা x
এবং, অপর সংখ্যাটি x + ১
শর্তমতে, (x + ১) - x= ১৯৯
⇒ x+ ২x + ১ - x = ১৯৯
⇒ ২x + ১ = ১৯৯
⇒ x = ১৯৯ – ১
⇒ ২x = ১৯৮
∴ x = ৯৯
∴  একটি সংখ্যা = ৯৯ এবং অপর সংখ্যাটি = ৯৯ + ১ = ১০০
২৫% বৃদ্ধিতে = (১০০ + ২৫) = ১২৫ টাকা
১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
১ টাকায় কমাতে হবে ২৫/১২৫ টাকা
১০০ টাকায় কমাতে হবে (২৫×১০০)/১২৫ টাকা
                             = ২০ টাকা
প্রদত্ত ধারাটির যেকোনো পদ নিকটতম পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান।
তৃতীয় পদ = দ্বিতীয় পদ + প্রথম পদ = ২ + ১ = ৩
চতুর্থ পদ = তৃতায় পদ + দ্বিতীয় পদ = ৩ + ২ = ৫
……………………….
নবম পদ = অষ্টম পদ + সপ্তম পদ = ৩৪ + ২১ = ৫৫
কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে বোঝাতে Present perfect tense হয়। সময়ের পূর্বে preposition হিসেবে for/ since উভয়ই নির্দেশ বসে। তবে, Point of time (নির্দিষ্ট মুহুর্ত বা সময়) করতে since বসে। যেমন- গত শুক্রবার/ গত সপ্তাহ/ দিন/ মাস/ বছর/ সকাল ৬ টা ইত্যাদি। আর period of time এর পূর্বে for বসে। যেমন- দুই ঘণ্টা/ দিন/মাস/ বছর ইত্যাদি। I have been living in Dhaka since 2000- ২০০০ সাল থেকে আমি ঢাকাতে বসবাস করে আসছি।
শুদ্ধ বানান: definition (সংজ্ঞা) । the race. ব্যাখ্যা: And দ্বারা যুক্ত একাধিক noun যদি একক ব্যক্তি/ ভাব/ ধারণা/ বস্তুকে নির্দেশ করে তাহলে পরবর্তী verb-টি singular Slow and steady wins the race- অধ্যাবসায়ীরাই জয়ী হয়।

'Come true' idiom-টির অর্থ- সত্যে পরিণত হওয়া। I hope your dream comes true- আমি আশা করি তোমার স্বপ্ন সত্যি হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Adult (প্রাপ্তবয়স্ক) এর synonym হচ্ছে mature (পরিপক্ব)।
Deliberate (ইচ্ছাকৃত) এর synonym হচ্ছে intentional (ইচ্ছাকৃত)। Willingly- ইচ্ছাকৃতভাবে; known/familiar- পরিচিত।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে is being used বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে। বাক্যটি passive voice-এ থাকায় শূন্যস্থানে present continuous এর পরিবর্তিত রূপ বসবে। Computer is being used all over the world at the moment- এই সময়ে কম্পিউটার সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে।
শুদ্ধ বাক্য: All that glitters is not gold. কারণ, All that glitters is not gold (চকচক করলে সোনা হয় না) একটি বহুল প্রচলিত প্রবাদ।

প্রদত্ত বাক্যের শূন্যস্থানে mind বসবে। Out of sight out of mind (চোখের আড়াল তো মনে আড়াল) একটি বহুল প্রচলিত প্রবাদ।


● যদি মার্চ ৭ তারিখটি বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হিসাবে সুপরিচিত হয়, তবে "The" উপযুক্ত হবে. 
● অন্যদিকে, যদি মার্চ ৭ তারিখটিকে অনেকগুলি ঐতিহাসিক দিনের মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয় তবে এটি নাও জানা হতে পারে, তবে "a" ব্যবহার করা উপযুক্ত হবে.

"The" এবং "a" এর মধ্যে পার্থক্যটি হল যে "The" একটি নির্দিষ্ট বা বিশেষ কিছুকে বোঝায়, যেখানে "a" একটি সাধারণ বা অনির্দিষ্ট কিছুকে বোঝায়। সুতরাং, মার্চ ৭ তারিখটি যদি একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাকে বোঝায়, যেমন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, তবে "the" উপযুক্ত হবে। তবে, যদি মার্চ ৭ তারিখটিকে বাংলাদেশের ইতিহাসের সমস্ত ঐতিহাসিক দিনগুলির মধ্যে একটি হিসাবে সাধারণভাবে উল্লেখ করা হয়, তবে "a" ব্যবহার করা উপযুক্ত হবে।


সমষ্টি বাচক দেশের নামের পূর্বে article হিসেবে the বসে। যেমন- The United States of America (USA), The United Kingdom (UK), The United Arab Emirates (UAE) ইত্যাদি। তবে, শুধু America, England, India, Canada ইত্যাদির পূর্বে the বসে না।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে gender দ্বারা নারী পুরুষ উভয়কেই বোঝায় তাকে common gender বলে। যেমন: spouse, baby, teacher, cousin ইত্যাদি।

- Prince (রাজকুমার) এর feminine gender হচ্ছে Princess (রাজ কন্যা)।
- Ewe (ভেড়ী) এবং mare (ঘোটকী) এর masculine gender হচ্ছে যথাক্রমে ram এবং horse/stallion.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0