গাড়ি ,ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫ঃ৯ঃ৪ । ৩ টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার হলে গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে ,
গাড়ির বেগঃ ট্রেনের এর বেগ ঃ বাসের বেগ =5:9:4
এবং এদের গড়বেগ =72
অতএব, এদের মোট বেগ =72×3=216
তাহলে,গাড়ির বেগ =5/(5+9+4)×216
=(5/18)×216
=60 km/h
ট্রেন এর বেগ =9/(5+9+4) ×216
=(9/18)×216
=108 km/h
অতএব, গাড়ি ও ট্রেন এর গড় বেগ =(60+108)/2
=168/2 km/h
=84 km/h