টাকায় ৩ টি লেবু কিনে ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?
Solution
Correct Answer: Option A
৩ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
অতএব, ১ " " " ১/৩ টাকা
আবার , ২ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১ " " " ১/২ টাকা
অতএব, লাভ =বিক্রয়মূল্য- ক্রয়মূল্য
=(১/২)-(১/৩)
=(৩-২)/৬
=১/৬ টাকা
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ " " " (১×৩)/৬ টাকা
১০০ " " " (৩×১০০)/৬ =৫০ টাকা