ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় -
A ভাইরাস ধ্বংসের জন্য
B খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
C ডিস্কের ফাইল গুলোকে পুনর্বিন্যস্ত করতে
D ডিস্ক ফরমেট করতে
Solution
Correct Answer: Option C
যখন Hard Disk ড্রাইভে কোনো তথ্য বারবার সংরক্ষণ করা হয়, তখন তথ্যগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে ড্রাইভের বিভিন্ন অংশে জমা হয়। এতে সেই বিচ্ছিন্ন ফাইলগুলোকে খুঁজে বের করে কাজ করাতে প্রসেসরের বেশি সময় লাগে। এ অবস্থায় ডিস্কের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য Disk Defragmentation কমান্ডটি ব্যবহার করা হয়। এটি ছোট ছোট তথ্যগুলোর মাঝের ফাঁকা অংশগুলো দূর করে বা পুনর্বিন্যস্ত করে কম্পিউটারের কাজের গতি বাড়ায়।