Solution
Correct Answer: Option B
স্প্রেডশিট প্রোগ্রামে রো ও কলামের সাহায্যে গঠিত শিটকে ওয়ার্কশিট বলে। Worksheet - উলম্ব রেখার সাহায্যে যে ভাগ করা হয় ,তাকে বলা হয় কলাম এবং অনুভূমিক রেখার সাহায্য যে ভাগগুলো করা হয় তাকে বলা হয় সারি ।গাণিতিক তথ্যসমূহকে চিত্রের মাধ্যমে সহজভাবে পরিবেশন করাই হচ্ছে চার্ট । মাইক্রোসফট এক্সেল শিটে কাজ করার পর এটিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয় ।সংরক্ষিত এ ফাইলকে Work book বলে।