A Magnetic Ink Cases Reader
B Magnetic Ink Character Reader
C Magnetic Ink Code Reader
D Mechanic Ink Character Reader
Solution
Correct Answer: Option B
-MICR হলো Magnetic Ink Character Recognition। “MICR” শব্দটিকে কখনো কখনো “micker” বলা হয়। এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয়। MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
-MICR চেকের ব্যবহার ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসে।