কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কীসের প্রয়োজন?
Solution
Correct Answer: Option C
MODEM শব্ধটি Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ। Modulator ডিজিটাল সিগনালকে এনালগে ডেটায় রূপান্তর করে আর Demodulator এর এনালগ সিগনালকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে। Modem এর মাধ্যমে কোন Data-কে স্থানান্তরের কাজ করা হয়। এছাড়া এটি কম্পিউটার ও রাউটার এবং অন্যান্য ডিভাইসগুলিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার অনুমতি দেয়।