কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কীসের প্রয়োজন?

A পেন ড্রাইভ

B ডিভিডি রম ড্রাইভ

C মডেম

D কোনটি নয়

Solution

Correct Answer: Option C

MODEM শব্ধটি Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ। Modulator ডিজিটাল সিগনালকে এনালগে ডেটায় রূপান্তর করে আর Demodulator এর এনালগ সিগনালকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে। Modem এর মাধ্যমে কোন Data-কে স্থানান্তরের কাজ করা হয়। এছাড়া এটি কম্পিউটার ও রাউটার এবং অন্যান্য ডিভাইসগুলিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার অনুমতি দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions