চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন ?
A চাঁদে কোন জীব নেই তাই
B চাঁদে কোন পানি নেই তাই
C চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
D উপরের সবগুলো
Solution
Correct Answer: Option C
চাঁদে বায়ুমন্ডল নেই তাই কোন শব্দ করলে তা শোনা যাবে না। শব্দ শূণ্য মাধ্যমে প্রবাহিত হতে পারে না।