Solution
Correct Answer: Option B
স্নায়ুতন্ত্রের একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ (নিউরন) দিয়ে তৈরি। একটি মাত্র মানব মগজে রয়েছে ১,০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল।নিউরনের দুটি প্রধান অংশ হচ্ছে কোষদেহ এবং প্রলম্বিত অংশ বা নিউরাইট।