প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয় ?

A কোয়াশিয়রকর

B ডিপথেরিয়া

C বেরিবেরি

D রিকেটস

Solution

Correct Answer: Option A

কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের বা আমিষের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে। এ রোগের লক্ষণ হলো:
১. চুলের রং পরিবর্তিত হয়ে বাদামি হয়ে যায়;
২. দেহের বৃদ্ধি হয় না;
৩. পেশি ক্ষয় পেতে থাকে অথচ দেহে কিছু চর্বি জমা থাকে এবং
৪. পানি জমে শরীর ফুলে যায়।
প্রতিকার : প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানোর মাধ্যমে শিশুদের এ রোগ প্রতিরোধ করা যায়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions