কীবোর্ডের Shift ,Ctrl ,Alt -কী গুলোকে বলা হয় -
Solution
Correct Answer: Option D
Modifier key দ্বারা কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না কিন্তু Modifier key চেপে ধরে অন্য কোন key চাপলে ঐ key এর ইনপুট পরিবর্তিত হয়ে যায় ।
যেমন : সাধারণভাবে k চাপ দিলে small letter দেখাবে কিন্তু Modifier key shift চেপে ধরে k চাপলে, K Capital Letter হয়ে যাবে ।
- Modifier key গুলো হল -Shift, option, command, Ctrl ও Alt .