MS Word -এ F8 কী তিনবার চাপা হলে কি হয় ?
A পুরো পেইজ সিলেক্ট হয়
B একটি বাক্য সিলেক্ট হয়
C একটি শব্দ সিলেক্ট হয়
D একটি প্যারাগ্রাফ সিলেক্ট হয়
Solution
Correct Answer: Option B
MS word -এ একটি Sentence এর একটি ওয়ার্ডের ওপর Cursor রেখে তিনবার F8 key চাপ দিলে ঐ sentence টি select হয় ।