স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি ?
Solution
Correct Answer: Option B
পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান বা প্রযুক্তিকে ন্যানোটেকনোলজি বলে। যুক্তরাষ্ট্রের পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানকে ন্যানোটেকনোলজি জনক বলা হয় ।প্রযুক্তি পণ্য (স্মার্টফোন, ট্রানজিস্টার, ডায়োড, ফুয়েল সেল, মহাকাশ যন্ত্রপাতি, রোবট ) প্রভৃতি তৈরিতে ন্যানোটেকনোলজির ব্যবহার করা হয় ।