'একাত্তরের যীশু' গল্পের রচয়িতা এবং চলচ্চিত্রের নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।
মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্পঃ
১। একাত্তরের যীশু; শাহরিয়ার কবির।
২। জন্ম যদি তব বঙ্গে; শওকত ওসমান।
৩। নামহীন গোত্রহীন; হাসান আজিজুল হক।
৪। মিলির হাতে স্টেনগান; আখতারুজ্জামান ইলিয়াস।
৫। বীরাঙ্গনার প্রেম; বিপ্রদাস বড়ুয়া।