জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী শীর্ষ পদ কী?

A প্রশাসক

B মহাপরিচালক

C মহাসচিব

D প্রেসিডেন্ট

Solution

Correct Answer: Option A

জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২২ নভেম্বর ,১৯৬৫ সালে United Nations Development Program (UNDP) প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত ।
- সংস্থাটি শীর্ষপদ প্রশাসক (Administrator ).
- এর বর্তমান প্রধান Achim Steinier.
- UNDP এর নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৬টি।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করছে।
- ১৯৯০ সাল থেকে UNDP ‘মানব উন্নয়ন রিপোর্ট’ প্রকাশ করে আসছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions