২০২২ সালের ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

A ভারত

B যুক্তরাজ্য

C রুয়ান্ডা

D বাংলাদেশ

Solution

Correct Answer: Option C

কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়
- ২০২১ সালে কোভিড-১৯ এর কারণে হয়নি, সেটি ২০২২ সালে হয়েছে ২০-২৫ জুন, রুয়ান্ডাতে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions