বর্তমানে বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি ?
A বলিভিয়া
B ভেনেজুয়েলা
C ব্রাজিল
D রাশিয়া
Solution
Correct Answer: Option B
পণ্য ও পরিষেবার মূল্য বৃদ্ধি ও টাকার ক্রয়ক্ষমতা হ্রাসকে মুদ্রাস্ফীতি বলে। অর্থের ক্রয় ক্ষমতার বিপরীত পণ্য ও পরিষেবার দামের এই বৃদ্ধি দীর্ঘ সময়ের পরিমাপ করা হয়। সবসময় মূদ্রাস্ফীতি শতাংশ ভিত্তিক প্রকাশ করা হয়ে থাকে।মুদ্রাস্ফীতি প্রধানত দুটি কারণে হয়ে থাকে: ১) চাহিদা জনিত এবং ২) মূল্য জনিত।
Top 10 Countries with the Highest Inflation Rates (Trading Economics Jan 2022)
Venezuela — 1198.0%
Sudan — 340.0%
Lebanon — 201.0%
Syria — 139.0%
Suriname — 63.3%
Zimbabwe — 60.7%
Argentina — 51.2%
Turkey — 36.1%
Iran — 35.2%
Ethiopia — 33.0%