Ninety East Ridge বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত ?

A মধুপুর -বরেন্দ অঞ্চল

B জয়ন্তিকা পাহাড়

C বঙ্গোপসাগর

D তিন বিঘা করিডর

Solution

Correct Answer: Option C

বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর ।
- এটি ভারত মহাসাগরের উত্তরে প্রায় ৫⁰ হতে ২২⁰ দক্ষিণ অক্ষাংশ এবং পশ্চিমে প্রায় ৮০⁰ হতে ৯৫⁰ পূর্ব দাঘ্রিমার মধ্যে অবস্থিত ।
- এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কি মি ।
- বঙ্গোপসাগরের নিচের ভূমিরুপের কয়েকটি বৈশিষ্ট হলঃ
   ∎ Swatch of no Ground (গঙ্গাখাত ) নামে গভীর গিরিখাত ,
   ∎ Ninety East Ridge (৯০⁰ পূর্ব শৈলশিরা ),
   ∎ মায়ানমার ও চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্র খাত এবং কতিপয় নিমজ্জিত চরাভূমি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions