একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ।ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার হলে -
দৈর্ঘ্য ২x মিটার ;
ক্ষেত্রফল =(x×২x) বর্গমিটার
শর্তমতে ,(x×২x) ) =৩২
বা,২x²=৩২
বা,x²=১৬
∴x=৪
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য (২×৪) =৮ মিটার