দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি মি এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কি মি । স্রোতের বেগ কত?

A ৫ কি মি /ঘণ্টা

B ৬ কি মি /ঘণ্টা

C ১০ কি মি/ ঘণ্টা

D ৮ কি মি /ঘণ্টা

Solution

Correct Answer: Option A

দাঁড়ের গতিবেগ +স্রোতের গতিবেগ =১৫ কি মি /ঘণ্টা
দাঁড়ের গতিবেগ -স্রোতের গতিবেগ = ৫ কি মি /ঘণ্টা
____________________________________
  [বিয়োগ করে]   ২(স্রোতের গতিবেগ) = ১০ কি মি /ঘণ্টা
                      ∴ স্রোতের গতিবেগ = ৫ কি মি /ঘণ্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions