একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে কোণ তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন ।
A ৪৫⁰,৬০⁰,৭৫⁰
B ৩০⁰,৪০⁰,৫০⁰
C ৫০⁰,৬০⁰,৭০⁰
D ৪৮⁰,৬৪⁰,৮০⁰
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে ,
কোণ তিনটির অনুপাত =৩ঃ৪ঃ৫
অনুপাতে ত্রয়ের যোগফল =৩+৪+৫ =১২
অতএব ,১ম কোণ =(৩/১২) ×১৮০⁰=৪৫⁰
২য় কোণ =(৪/১২)×১৮০⁰=৬০⁰
৩য় " =(৫/১২)×১৮০⁰=৭৫⁰