স্পেন ও ডাচদের মধ্যে ৮০ বছরের যুদ্ধ অবসান হয় কোন চুক্তির মাধ্যমে?
A দ্বিতীয় ভার্সাই চুক্তি
B সেভার্স চুক্তি
C ফশ চুক্তি
D ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি
Solution
Correct Answer: Option D
ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি
⇒ পরিচয়: ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তির সমষ্টি।
⇒ চুক্তি স্বাক্ষর: ১৬৪৮ সালে [জার্মানির ওয়েস্টফালিয়ায়] ।
⇒ প্রেক্ষাপট: ষোড়শ শতকের রিফরমেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই যুদ্ধ ১৬১৮ সাল থেকে ১৬৪৮ সাল পর্যন্ত স্থায়ী হয়। ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে এই ধর্মযুদ্ধ শেষ হয়। এই যুদ্ধের অপর নাম ৩০ বছরের যুদ্ধ।
⇒ চুক্তির উদ্দেশ্য: ইউরোপে ৩০ বছরব্যাপী যুদ্ধ (১৬১৮-১৬৪৮) এবং স্পেন ও ডাচদের মধ্যে ৮০ বছরের যুদ্ধ অবসান
⇒ ফলাফল: স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের শুরু এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ধারণার সূচনা ।
⇒ চুক্তি হয়: ৩টি। (১. পিস অব মুনস্টার ২. মুনস্টার চুক্তি ৩. ওসনাব্রাক চুক্তি)