কত সালে ব্রিটিশরা অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয়?

A ১৯১৪

B ১৯১৭ 

C ১৯২১

D ১৯২৫

Solution

Correct Answer: Option B

- প্রথম বিশ্বযুদ্ধকালে বাল্টিক সাগর জার্মানির দখলে থাকলে ব্রিটিশরা অস্ত্র তৈরির জন্য তিমি শিকার করতে ব্যর্থ হয়।
- তখন, ব্রিটিশ ইহুদি নৌ-প্রকৌশলী চিম ওয়াইজম্যান ‘এসিটোন' নামক একধরনের বিস্ফোরক আবিষ্কার করলে ব্রিটিশ সেনাদের মনোবল বেড়ে যায় এবং ১৯১৭ সালে ব্রিটিশরা লর্ড এলেনবিরের নেতৃত্বে অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয়।
- এর পুরস্কারস্বরূপ ১৯১৭ সালে চিম ওয়াইজম্যানকে লন্ডনে সংবর্ধনা দেয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions