Solution
Correct Answer: Option A
- বিশ্বের উচ্চতম নৌচলাচলযোগ্য হ্রদ টিটিকাকা দক্ষিণ আমেরিকার বলিভিয়া এবং পেরু সীমান্তে অবস্থিত।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮১২ মিটার (১২,৫০৭ ফুট) উচ্চতায় অবস্থিত।
- টিটিকাকা হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম মিঠা পানির হ্রদ এবং এটি বলিভিয়া ও পেরুর মধ্যে ভাগ করা হয়েছে।