Solution
Correct Answer: Option A
- ফিনিশীয় সভ্যতার পতন ঘটে খ্রিস্টপূর্ব ৩৩২ সালে, যখন মেসিডোনিয়ার বীর আলেকজান্ডার (Alexander the Great) টায়ার নগরী আক্রমণ করেন এবং সম্পূর্ণ ধ্বংস করে দেন।
- টায়ার ছিল ফিনিশীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও শক্তিশালী নগর।
- আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিক বাহিনী দীর্ঘ অবরোধের পর টায়ার দখল করে।
- ফিনিশীয়রা তাদের নৌবাণিজ্য এবং উপনিবেশ স্থাপনের জন্য বিখ্যাত ছিল। তবে আলেকজান্ডারের আক্রমণের ফলে তাদের সামরিক ও বাণিজ্যিক শক্তি ধ্বংস হয়ে যায়।
- এর ফলে ফিনিশীয় সভ্যতা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং গ্রিক সভ্যতার প্রভাব বিস্তার লাভ করে।