টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
A কম্পিউটার স্লো হয়ে যায়
B কম্পিউটারের গতি বেড়ে যায়
C এন্টিভাইরাস কাজ করে না
D ইন্টারনেটে প্রবেশ করা যায় না
Solution
Correct Answer: Option A
- প্রতিদিন কম্পিউটারে নানা কাজে টেম্পোরারি (অস্থায়ী) কিছু ফাইল তৈরি হয়ে যায়।
- আর সেগুলো জমা হতে থাকে হার্ডডিক্স ড্রাইভে।
- উইন্ডোজ ফোল্ডারের মধ্যে %, temp%, temp, recent, Prefetch নামের সাব ফোল্ডারে এসব জমতে থাকে।
- এসব অস্থায়ী ফাইল যত ভারী হয় তত কম্পিউটার ধীর গতি হতে থাকে।