কী-বোর্ডের কোন key-টি সাধারণত Help key হিসেবে ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option C
F1 - F12 পর্যন্ত কী গুলোকে ফাংশন কী বলা হয় । F1 কী Help key হিসেবে ব্যবহৃত হয় । Alt + Ctrl + F2 প্রেস করে মাইক্রোসফট অফিসে ডকুমেন্ট ওপেন করা যায় । F5 এবং F12 প্রেস করে যথাক্রমে ওয়েব ব্রাউজারের ওয়েবপেজ বা ডকুমেন্ট রিফ্রেশ এবং মাইক্রোসফট অফিসে সেভ এস উইন্ডো ওপেন হয় ।