'বেতাল পঞ্চবিংশতি 'গ্রন্থের লেখক কে ?

A উইলিয়াম কেরি

B মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর

C প্যারিচাঁদ মিত্র

D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Solution

Correct Answer: Option D

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। এই গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।

তার মৌলিক রচনা :
- বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিয়ক প্রস্তাব
- বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিয়ক বিচার
- প্রভাবতী সম্ভাষণ
- স্বরচিত জীবনচরিত
- অতি অল্প হইল
- আবার অতি অল্প হইল
- ব্রজবিলাস ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions