In the figure, if AB = 6 cm OA = 5 cm, what is the length of OD?
A 3
B 3.5
C 4
D 1
Solution
Correct Answer: Option C
(প্রশ্ন-চিত্রে, AB = 6 সেমি OA = 5 সেমি হলে, OD এর দৈর্ঘ্য কত?)
এখানে, AB = 6 cm OA = 5 cm যেহেতু OD লম্ব AB তাহলে D হবে AB এর মধ্যবিন্দু [ বৃত্তের কেন্দ্র হতে যেকোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে। অতএব AD = 1/2 AB = 1/2 × 6 = 3 cm ΔOAD সমকোণী ত্রিভুজ। অতএব OA2 = AD2 + OD2 বা, OD2 = OA2 – AD2 অতএব OD =√(OA2 – AD2) =√(52 – 32) = 4 cm.
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions