মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক-

A মাথাপিছু জাতীয় আয়

B গড় আয়ু

C জনসংখ্যা বৃদ্ধির হার

D মুদ্রাস্ফীতির হার

Solution

Correct Answer: Option A

- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ১৯৬৫ সালে United Nations Development Programme (UNDP) প্রতিষ্ঠা লাভ করে। 
- এ সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। 
- মানব উন্নয়ন সূচক (Human Developmant Index-HDI) হলো বিশ্বের সকল দেশসমূহের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয় প্রভৃতির তুলনামূলক সূচক। 
- মানব উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়। 
- প্রতিবছর United Nations Development Programme (UNDP) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- ১৯৯০ সালে পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুব উল হক ও ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মানব উন্নয়ন সূচক তৈরি করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions