WIPO কত সালে জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয়?

A ১৯৭৪

B ১৯৭৫

C ১৯৭৬

D ১৯৭৭

Solution

Correct Answer: Option A

WIPO
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- এটি ১৯৭৪ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয়।
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান মহাপরিচালক – ড্যারেন ট্যাং।
- বাংলাদেশে WIPO’র হয়ে স্থানীয়ভাবে কাজটি করে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions