নিচের কোন সংস্থাটি স্নায়ুযুদ্ধের সময় গঠিত হয়েছিল?
Solution
Correct Answer: Option D
NAM
- Non-Aligned Movement (NAM) হল একটি আন্তর্জাতিক সংগঠন।
- এটি স্নায়ুযুদ্ধের সময় গঠিত হয়েছিল।
- এর মূল উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রজ টিটো।
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) এর ধারণা তৈরি হয়।
- ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
- বাংলাদেশ ৫ই সেপ্টেম্বর, ১৯৭৩ সালে NAM এর সদস্যপদ লাভ করে।
- বর্তমানে NAM এর ১২০টি সদস্য রাষ্ট্র এবং ১৮টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে।
- NAM এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই, তবে যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই দেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়।