'অরণ্যে রোদন ' না বলে 'বনে ক্রন্দন ' বললে বাক্যটি কি হারাবে ?
A যোগ্যতা
B বাহুল্য দোষ
C উদ্দেশ্য
D আকাঙ্ক্ষা
Solution
Correct Answer: Option A
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা ।যেমনঃ অরণ্যে রোদন। এটি যোগ্যতা সম্পন্ন বাগধারা। কিন্তু 'বনে ক্রন্দন ' বললে পদটি ভাব প্রকাশের যোগ্যতা হারায়।