বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে ?
A ২০২৩
B ২০২৪
C ২০২৫
D ২০২৬
Solution
Correct Answer: Option D
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল এর উন্নয়ন নীতি বিষয়ক কমিটি ২০১৮ সালে বাংলাদেশকে Least Developed Countires থেকে উত্তরণের জন্য প্রথম স্বীকৃতি দেয় ।CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল । কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে ।