সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে' -এর অর্থ কোনটি ?
Solution
Correct Answer: Option C
কামিনী রায়ের 'পরার্থে ' কবিতার বিখ্যাত পঙক্তি 'সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে ' এর মর্মার্থ হলো মমত্ববোধ অর্থাৎ অন্যের উপকার করা বা সকলকে আপন ভাবা ।অপরদিকে সহমর্মিতা অর্থ সহনুভূতি বা করুণা প্রকাশ করা ,যা আলোচ্য উক্তির সাথে সাংঘর্ষিক ।