' জলোচ্ছ্বাস' উপন্যাসের রচয়িতা কে ?

A সেলিম আল দীন

B সেলিনা হোসেন

C জহির রায়হান

D জাহানারা ইমাম

Solution

Correct Answer: Option B

সেলিনা হোসেন রচিত ১৯৭০ সালে বাংলার বুকে বয়ে যাওয়া ' জলোচ্ছ্বাসকে কেন্দ্র করে দক্ষিণ বাংলার মেঘনা ,তেঁতুলিয়া ,আগুনমুখা ,কাজল নদীর কূলে প্রতিকুল প্রকৃতি ও সামাজিক অপশক্তির বিরুদ্ধে সংগ্রামশীল মানুষের জীবনধারা ভিত্তিক উপন্যাস '' জলোচ্ছ্বাস' ।গ্রাম বাংলার শান্ত -নিস্তরঙ্গ জীবনে প্রকৃতির আকস্মিক আঘাতে জীবনের শব্দরুপ '' জলোচ্ছ্বাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions