Which two cities are referred in 'A Tale of Two Cities'
Solution
Correct Answer: Option D
ইংরেজ ঔপন্যাসিক Charles Dickens এর বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস A Tale of Two Cities .
-ফরাসী বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসের নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিত্রায়িত করা হয়েছে ।
-বিপ্লবের শুরু ও বিপ্লব চলাকালীন সময়ে মানুষের জীবন ও বাস্তবতাই এখানে ফুটে উঠেছে ।এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র -Sydny Carton ,Charles Darnay ,Lucie Manette.