১২ টি কমলার ক্রয়মূল্য ৮ টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত ?

A ৫১%

B ৭৫%

C ৫০%

D কোনটি নয়

Solution

Correct Answer: Option C

মনে করি ,
১২ টি কমলার ক্রয়মূল্য =৮ টি কমলার বিক্রয়মূল্য =x টাকা
অতএব , ১ টি কমলার ক্রয়মূল্য =x /১২ টাকা
    এবং   ১ "      "     বিক্রয়মূল্য =x/৮      "

তাহলে লাভ =x/৮  -x /১২
                  =(৩x-২x)/২৪
                  =x/২৪

∴ শতকরা লাভ (x/২৪)/(x/১২ ) ×১০০%
                     =(x/২৪)×(১২/x )×১০০%
                      =৫০%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions