ত্রিভুজের দুটি কোণের অনুপাত ২ঃ৩ ।একটি কোণ ৭৫⁰ হলে ,অন্য দুইটি কোণের পরিমাণ কত ?
Solution
Correct Answer: Option B
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি =১৮০⁰
সেহেতু একটি কোণ ৭৫% হলে অপর দুটি কোণের সমষ্টি হবে
(১৮০⁰-৭৫⁰)=১০৫⁰
মনে করি,
কোণদ্বয় যথাক্রমে ২x ও ৩x
প্রশ্নমতে,
২x+৩x =১০৫⁰
বা,৫x=১০৫⁰
বা, x=২১⁰
∴ কোণদ্বয় =২×২১⁰ ও ৩×২১⁰
=৪২⁰ ও৬৩⁰