জুলাই মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে মি ।ঐ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত ?
A ৬৫ সে মি
B ২০.২০ সে মি
C ২০.১৫ সে মি
D কোনটি নয়
Solution
Correct Answer: Option C
আমরা জানি ,জুলাই মাস =৩১ দিন
১ দিনের বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে মি
৩১ " মোট " পরিমাণ =(০.৬৫× ৩১) সে মি
=২০.১৫ সে মি