মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয় ?
Solution
Correct Answer: Option B
-OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader। এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে। বাংলা ভাষার ওসিআর এখনোও তেমন উন্নত হয়নি।