Solution
Correct Answer: Option C
প্রাচীন এশিয়া মাইনরে (বর্তমানে তুরস্কের আনাতোলিয়া রাজ্য) ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত।
-এ নগরীর রাজা-রাণী প্রিয়াম ও হেকবার পুত্র প্যারিসই ছিলেন ঐতিহাসিক ট্রয় যুদ্ধের মূল হোতা। রাজপুত্র প্যারিস গ্রিসের স্পার্টা রাজ্যের রাজা মেনেলেস এর স্ত্রী হেলেন এর প্রেমে পড়ে যান। তারপর হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসলে শুরু হয় স্পার্টা আর ট্রয় নগরীর মধ্যে যুদ্ধ। আর এ যুদ্ধেই ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী।
-১৮৭০ সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হেইনরিখ শ্লিম্যান ট্রয় নগরীর ধ্বংসাবেষ আবিষ্কার করেন।
-ইউনেস্কো ১৯৯৮ সালে ট্রয় নগরীকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।