আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC র বর্তমান সদস্য সংখ্যা কত?
Solution
Correct Answer: Option C
২৬ জুলাই ২০২২ কম্বোডিয়া, উজবেকিস্তান ও আইভরি কোস্টকে নতুন সদস্য হিসেবে অন্তভুর্ক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC). এই নিয়ে ICC এর মোট সদস্য ১০৮টি। ২০২৩ সালে টেস্ট চ্যম্পিয়নশীপ ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধাড়ন করা হয় ঐতিহাসিক লর্ডসকে।