Solution
Correct Answer: Option C
'বচন' অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
বাংলা ভাষায় বচন দুই প্রকার ।যথা :
একবচন (যে শব্দ দ্বারা কোন প্রাণী ,বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয় ,তাকে একবচন বলে।
যেমন : ডাক্তার রুগী দেখছে । এখানে 'ডাক্তার বলতে একজন ব্যক্তিকে বুঝানো হচ্ছে।
বহুবচন (যে শব্দ দ্বারা কোন প্রাণী ,বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় ,তাকে বহুবচন বলে। বিশেষণ শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয় ।
যেমন : মানুষ মরণশীল । লোকে বলে।