কোনটি অব্যয়সূচক শব্দের দ্বিরুক্তি ?

A আর  হায় হায় করে লাভ কি?

B উড়ু উড়ু ভাব

C  দেখতে দেখতে  সে চলে গেল

D কবি কবি ভাব

Solution

Correct Answer: Option A

একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন আমার জ্বর জ্বর লাগছে (এখানে ঠিক জ্বর নয় ,জ্বরের ভাব অর্থে প্রয়োগ হয়েছে )।
- ভাবের গভীরতা বোঝাতে অব্যয়ের 'হায় হায়' দ্বিরুক্তির প্রয়োগ আর হায় হায় করে লাভ কী ?
- সামান্য বোঝাতে বিশেষ্য রুপ 'উড়ু উড়ু' এর প্রয়োগ - উড়ু উড়ু ভাব ।
- স্বল্পকাল স্থায়ী বোঝাতে ক্রিয়াবাচক শব্দ 'দেখতে দেখতে ' এর প্রয়োগ দেখতে দেখতে সে চলে গেল ।
- সামান্যতা বোঝাতে বিশেষ্য পদের বিশেষণ রুপ 'কবি কবি ' এর প্রয়োগ -কবি কবি ভাব ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions