নিচের কোনটি জটিল বাক্য ?

A সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন

B সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন

C যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন

D সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল

Solution

Correct Answer: Option C

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় ,তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে-সে ,যারা-তারা ,যিনি -তিনি,যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি -তবে ,যদিও-তবুও ,যেহেতু -সেহেতু ,যত -তত ,যেমন -তেমন ,যখন -তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে।
যেমন: যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions