'জমি থেকে ফসল পাই' বাক্যটি কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে ?
Solution
Correct Answer: Option A
যা থেকে কিছু বিচ্যুত ,গৃহীত ,জাত ,বিরত ,আরম্ভ ,দূরীভূত ,উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। ক্রিয়াকে 'কোথা হতে ' 'কি হতে' কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ,তাই অপাদান কারক ।
যেমন ; জমি থেকে ফসল পাই । এখন যদি প্রশ্ন করা হয় কোথা থেকে ফসল পাই? তাহলে উত্তর পাই ,'জমি' থেকে ।সুতরাং,জমি অপাদান কারক এবং ফসল মূলত জমি থেকে আগত বা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে ,যা জাত অর্থে প্রযুক্ত ।