Average of all prime numbers between 30 to 50 is -
Solution
Correct Answer: Option C
(প্রশ্ন- ৩০ থেকে ৫০ এর মধ্যে অবস্থিত সবগুলো মৌলিক সংখ্যার গড় কত?)
৩০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো =৩১,৩৭,৪১,৪৩,৪৭।
এদের যোগফল =(৩১+৩৭+৪১+৪৩+৪৭)=১৯৯
অতএব এদের গড় =১৯৯/৫ =৩৯.৮