একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ ।প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরে মেঝে কার্পেট দিয়ে মুড়তে ১১০২.৫০ টাকা ব্যয় হয় ।ঘরের দৈর্ঘ্য কত ?
Solution
Correct Answer: Option C
মনে করি ,
ঘরের বিস্তার =x মি
দৈর্ঘ্য =৩x মি
অতএব,
ক্ষেত্রফল =৩x×x
=৩x² বর্গ মিটার
প্রশ্নমতে,
৭.৫০×৩x²=১১০২.৫০
বা,x²=১১০২.৫০/৩× ৭.৫০
বা,x²=৪৯
বা,x=৭
অতএব ,ঘরটির দৈর্ঘ্য =৩× ৭=২১ মিটার