অভ্যন্তরীণ নৌ চলাচল আইন -২০১৯ অনুসারে পরিবেশ দূষণ সংক্রান্ত বিধান লংঘনের দায়ে নিচের কোন শাস্তিটি প্রযোজ্য ?
A অনূর্ধ্ব ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা জরিমানা
B অনূর্ধ্ব ৬ মাস কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ হাজার টাকা জরিমানা
C অনূর্ধ্ব ১ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১ লক্ষ টাকা জরিমানা
D অনূর্ধ্ব ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১ লক্ষ টাকা জরিমানা
Solution
Correct Answer: Option A
অভ্যন্তরীণ নৌ চলাচল আইন -২০১৯ অনুসারে দূষণ বা নৌপথের পরিবেশ দূষণ অর্থ যে কোন বর্জ্য বা পদার্থ দ্বারা নদীর পানি ,মাটি ,তীরভূমি , বায়ু বা সংলগ্ন এলাকা বা পরিবেশের এমন ক্ষতি সাধন হওয়া যাতে পানির স্বাভাবিক রং ,স্বাদ ,গন্ধ ও গুনাগুণ বিনষ্ট হয় ,বাতাসের স্বচ্ছতা ও গুনাগুণ বিনষ্ট হয় বা জলজ প্রাণী ,পশু ,পাখি ,উদ্ভিদ ,গাছপালা বা যে কোন ধরনের সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং শব্দ দূষণ সংক্রান্ত বিধান লংঘনের দায়ে অপরাধের গুরুত্ব ,মাত্রা ও ব্যাপ্তি বিবেচনা করে সর্বনিম্ন দণ্ড থেকে সর্বোচ্চ দণ্ড পর্যন্ত মোট পাঁচটি ধাপে দণ্ড প্রদান করা যাবে ।
ক) অনূর্ধ্ব ৫০ হাজার ইউনিট অর্থ দণ্ড বা সনদ , অনুমতি ইত্যাদি বাতিল বা উভয় দণ্ড ।
খ) অনূর্ধ্ব ১ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১ লক্ষ ইউনিট অর্থদণ্ড বা উভয় দণ্ড
গ)অনূর্ধ্ব ৩ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩ লক্ষ ইউনিট অর্থদণ্ড উভয় দণ্ড
ঘ) অনূর্ধ্ব ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩ লক্ষ ইউনিট অর্থদণ্ড বা উভয় দণ্ড
অনূর্ধ্ব ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩ লক্ষ ইউনিট অর্থদণ্ড বা উভয় দণ্ড ।